Home Third Lead ২০২২ সালে টেসলার ১৩ লাখ গাড়ি বিক্রি

২০২২ সালে টেসলার ১৩ লাখ গাড়ি বিক্রি

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের প্রথম ও প্রধান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ২০২২ সালে মোট ১৩ লাখ গাড়ি বিক্রি করেছে। তার মধ্যে, বছরের শেষ তিন মাসেই বিক্রি হয়েছে চার লাখ গাড়ি। টেসলার হিসাব অনুসারে, এক বছরে গাড়ি বিক্রি ৪০ শতাংশ বেড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুনিয়াজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কার মধ্যে বৈদ্যুতিক গাড়ির বাজার ক্রমেই খারাপ হবে বলে বিশ্লেষকরা বলে আসছিলেন। কিন্তু, টেসলা তার বিনিয়োগকারীদের যে হিসাব দিয়েছে সেখানে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। কোভিড-১৯ মহামারির মুখে সাপ্লাইচেইনে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে জানিয়ে আগামীতে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করছে টেসলা।

এরমধ্যেই, বৈদ্যুতিক গাড়ি তৈরিতে টেসলার প্রতিদ্বন্দ্বী বাড়ছে। টেক্কা দেওয়ার চেষ্টা করছে ফোর্ড, জেনারেল মোটরসের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন চমক রিভিয়ান, লুসিডের মতো প্রতিষ্ঠানগুলো। যদিও, প্রায় সবাই করোনার অভিঘাতে বিপর্যস্ত। পাশাপাশি, বিশ্বমন্দা সামনে এরকম আশঙ্কা থেকে দামি গাড়ির ক্রেতা পাওয়া যাচ্ছে না।

এদিকে, গাড়ি বিক্রি বাড়লেও বাড়ছে টেসলার শেয়ারের দরপতন অব্যাহত আছে। ২০২২ এ শেয়ারের দাম ৬৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। যে কারণে অংশীদারদের উদ্বেগ আরও বেড়েছে।

সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্কও নিয়মিত টেসলার শেয়ার বিক্রি করে দিচ্ছেন। টুইটার কেনার পর তার মনোযোগ এখন মাইক্রোব্লগিং ওয়েবসাইটটিকে ঘিরে, এ নিয়েও টেসলার বিনিয়োগকারীরা নাখোশ, এমনটাই জানিয়েছে বিবিসি।