Home First Lead শুরুতেই বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প

শুরুতেই বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ট্রাম্প। সংগৃহীত ছবি

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত

বিজনেসটুডে২৪ ডেস্ক: আদালতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরেই সে দেশে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের ওপর সাময়িক স্থগিতাদেশ দিল আমেরিকার প্রাদেশিক আদালত। ট্রাম্পের সিদ্ধান্তকে ‘স্পষ্টত অসংবিধানিক’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার সিয়াটল ফেডারেল আদালতের বিচারক জন কফেনওয়ার।

 শপথগ্রহণের পরেই ট্রাম্প আদেশ দিয়েছিলেন অভিবাসীদের সন্তানরা আর জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাবেন না। ওভাল অফিসে বসে প্রথম দিনেই তিনি যে ৭৮টি নির্বাহী আদেশ জারি করেছিলেন, তার মধ্যে ছিল এই নির্দেশও। বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রবাসীরা সমস্যায় পড়েছেন তাতে।  এই নির্দেশের বিরুদ্ধে ওয়াশিংটন প্রদেশের আদালতের দ্বারস্থ হয়েছিল ওয়াশিংটন, ওরেগন, ইলিনয় এবং অ্যারিজোনা প্রদেশ। ডেমোক্র্যাট শাসিত এই রাজ্যগুলির দাবি ছিল, এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী বিরোধী। ওই সংশোধনীতে জন্মসূত্রে নাগরিকত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

 সেই সিদ্ধান্তের উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হলো। ৬ ফেব্রুয়ারি ফের মামলাটি শুনবে আদালত। সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে কি না

ট্রাম্প ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এই নতুন নিয়ম কার্যকরের জন্য। তার আগেই সন্তান জন্ম দেওয়ার জন্য প্রসূতি মহিলাদের মধ্যে সিজ়ারের জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।

ট্রাম্পের এই নীতি কার্যকর হলে  নন ইমেগ্র্র্যান্টরা আমেরিকায় বসবাসকারীরা সবথেকে সমস্যায় পড়তেন। কারণ তাঁরা  ‘নন ইমিগ্র্যান্ট।’ তবে তাঁদের সন্তানরা আমেরিকায় জন্মালে সেখানকার নাগরিকত্ব পেতেন। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর যদি হয় সেক্ষেত্রে তাঁদের সন্তানরা আর আমেরিকাতে জন্মালেও সেই দেশের নাগরিকত্ব পাবেন না।