বিজনেসটুডে২৪ ডেস্ক
গোটা বিশ্বের চোখ এখন আমেরিকার দিকে। ইতিমধ্যেই বেশিরভাগ প্রদেশে ভোটগ্রহণ শেষ। তাতে দেখা যাচ্ছে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
লড়াইয়ে কখনও সামান্য এগিয়ে যাচ্ছেন বিডেন। কখনও আবার লিড নিচ্ছেন ট্রাম্প।
রিপাব্লিকান প্রার্থী তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী। অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেনও দেশজুড়ে চলা প্রবল ট্রাম্প বিরোধিতার মধ্যে হোয়াইট হাউসের ক্ষমতা দখলের বিষয়ে আশাবাদী।
৩ নভেম্বর শুরু হয়েছে এই ভোটগ্রহণ। আমেরিকার ৫০টি প্রদেশের মধ্যে ইতিমধ্যেই ২৫টির বেশি প্রদেশে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, ১০টি প্রদেশে ভোটে জিতেছেন বিডেন। অন্যদিকে ৮টি প্রদেশে জিতেছেন ট্রাম্প। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
সংবাদসংস্থা এএফপি এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত আলাবামা, মিসিসিপি, আরকানসাস, টেনিসি প্রভৃতি প্রদেশ জিতেছেন ট্রাম্প। অন্যদিকে ইলিনইস, রোড আইল্যান্ড, নিউ জার্সি, কানেক্টিকাট, ডেলাওয়্যার প্রভৃতি প্রদেশ বিডেন জিতেছেন বলে খবর।
ইতিমধ্যেই ফ্লোরিডাতে শেষ হয়েছে ভোটগ্রহণ। মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জিততে হলে দরকার ২৭০টি ইলেকটোরাল ভোট। তার মধ্যে ফ্লোরিডাতেই রয়েছে ২৯টি ইলেকটোরাল ভোট। অর্থাৎ বরাবরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রদেশ। ২০১৬ সালের নির্বাচনে খুব সামান্য ব্যবধানে এই প্রদেশ জিতেছিলেন ট্রাম্প। তিনি পেয়েছিলেন ৪৯ শতাংশ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন ৪৭.৮ শতাংশ ভোট।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত মনে করা হচ্ছে মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, কলম্বিয়া, মেইন, ভারমোন্ট প্রভৃতি প্রদেশে জিততে পারেন বিডেন। অন্যদিকে ওক্লাহোমা জেতার কথা ট্রাম্পের।
জানা গিয়েছে এখনও পর্যন্ত বিডেন জিতেছেন ৫৭টি ইলেকটোরাল ভোট। তার মধ্যে ডেলাওয়্যারে ৩, কলম্বিয়াতে ৩, মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুসেটসে ১১, নিউ জার্সিতে ১৪, ভারমোন্টে ৩ ও ভার্জিনিয়াতে তিনি ১৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে খবর। অন্যদিকে এখনও পর্যন্ত ৪২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। তার মধ্যে ইন্ডিয়ানাতে ১১, কেন্টাকিতে ৮, ওক্লাহোমাতে ৭, টেনিসিতে ১১ ও ওয়েস্ট ভার্জিনিয়াতে ৫টি ভোট পেয়েছেন তিনি।
এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর মধ্যে। ট্রাম্প, না বিডেন কে শেষ হাসি হাসবে তার উত্তর অবশ্য দেবে সময়।