দিল্লি: প্রথমবার ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প। ‘উড়ন্ত হোয়াইট হাউস’ এয়ার ফোর্স ওয়ানে রওনা। সঙ্গী স্ত্রী মেলেনিয়া, মেয়ে ইভাঙ্কা। আহমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানাবেন মোদি। ইতিমধ্যেই আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন মোদি ৷
দু’দিনে ছত্রিশ ঘণ্টা ভারতে থাকবেন। সোমবার সকাল ১১-৪০ মিনিটে সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরের মাটি ছোঁবে এয়ার ফোর্স ওয়ান। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-সহ ১২ জন থাকবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ৯ টার কিছুক্ষণ আগে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, “ডোনাল্ড ট্রাম্প, ভারত আপনার আগমনের অপেক্ষায় রয়েছে। আপনার এই সফর অবশ্যই আমাদের দেশের মধ্যে বন্ধুত্বকে আরও জোরদার করতে চলেছে। খুব শীঘ্রই আহমেদাবাদে দেখা হবে।” স্বাভাবিক ভাবেই মোদীর এই টুইটের পর ট্রাম্পের আগমন ঘিরে উত্তেজনা আরও তুঙ্গে উঠেছে। ১১ টা ৪০ নাগাদ ভারতের মাটিতে নামবেন ট্রাম্প।
রবিবার রাতে হোয়াইট হাউস থেকে বেরিয়ে বিমানে চড়েন ট্রাম্প। বিমানে ওঠার আগে মার্কিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বললেন, ‘আমি এই সফর নিয়ে খুবই উৎসাহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভাল বন্ধু। ভারতীয়দের সঙ্গে দেখা করার জন আমি উৎসুক। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন।’
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি যে হচ্ছে না, তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর নিয়ে আগ্রহে খামতি নেই। ট্রাম্পের সফরের দিকে শুধু ভারতই নয়, তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলও। এই পরিস্থিতিতে ফের একবার কূটনৈতিক মহলের আতস কাচের তলায় ভারত-মার্কিন সম্পর্ক। ট্রাম্পের সফরের আগে জোর চর্চা লাভ-ক্ষতির হিসেব নিয়ে।
বিজনেসটুডে২৪ ডেস্ক