Home First Lead ট্রাম্পের ভাষণের লাইভ টেলিকাস্ট বন্ধ টিভি চ্যানেলে

ট্রাম্পের ভাষণের লাইভ টেলিকাস্ট বন্ধ টিভি চ্যানেলে

  • জর্জিয়া ও মিশিগানের কোর্ট উড়িয়ে দিল ট্রাম্পের অভিযোগ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভোটের দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের লাইভ কভারেজ বন্ধ করে দিয়েছে একাধিক টিভি চ্যানেল। প্রেসিডেন্টে  একের পর এক মিথ্যা বলছেন এই অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে লাইভ কভারেজ।

ট্রাম্প অভিযোগ করেছিলেন, ডেমোক্র্যাটরা ভোট চুরি করেছে। তারা বেআইনিভাবে ভোটে জেতার চেষ্টা করেছে। যদিও ওই মন্তব্যের পক্ষে কোনও প্রমাণ তিনি দেননি।

ট্রাম্প যখন ভাষণে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন, তখনই আমেরিকার গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ক্রমশ জয়ের পথে অগ্রসর হচ্ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। এই সময় প্রেসিডেন্টের ভাষণের লাইভ কভারেজ বন্ধ করে দেয় এমএসএনবিসি চ্যানেল। চ্যানেলের সঞ্চালক ব্রায়ান ইউলিয়ামস বলেন, “এক অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা প্রেসিডেন্টের ভাষণ বন্ধ করতে বাধ্য হচ্ছি। শুধু তাই নয়, তিনি এমন অনেক কথা বলেছেন যেগুলি সংশোধন করে দিতে হচ্ছে।” এনবিসি এবং এবিসি নিউজও ট্রাম্পের ভাষণের লাইভ কভারেজ মাঝপথে বন্ধ করে দেয়।

সিএনএনের সঞ্চালক জেক ট্যাপার বলেন, “আমেরিকার মানুষ শুনছেন, প্রসিডেন্ট মিথ্যা অভিযোগ করছেন। তিনি দাবি করছেন, বিরোধীরা নাকি পুরো নির্বাচনী প্রক্রিয়াই চুরি করার চেষ্টায় আছে।” পরে তিনি বলেন, “প্রেসিডেন্ট একের পর এক মিথ্যা কথা বলে চলেছেন। তিনি বলছেন, পুরো ভোটপ্রক্রিয়া নাকি চুরি হয়ে গিয়েছে।”

জাতীয় টেলিভিশনে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, “আমি এখনও জিতিনি। তবে আমার বিশ্বাস, ভোট গণনা শেষ হলে দেখা যাবে, আমিই জিতেছি।”

আমেরিকার বেশিরভাগ প্রদেশেই গণনা শেষ হয়ে গিয়েছে। জর্জিয়া ও পেনসিলভানিয়াতে এখনও ট্রাম্প ও বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গুরুত্বের দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছে নেভাদা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই প্রদেশে ইলেকটোরাল কলেজের ছ’টি ভোট পেলেই বাইডেনের প্রেসিডেন্ট পদ পাওয়া পাকা।

বৃহস্পতিবার আমেরিকার জর্জিয়া ও মিশিগান প্রদেশে অল্পের জন্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে তিনি দুই প্রদেশে মামলা করেন। শুক্রবার আদালতে তিনি হেরে গিয়েছেন। কিন্তু তার পরেও মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, এবার নেভাদা প্রদেশে ভোটে অনিয়মের অভিযোগে মামলা করবেন।