- লিটমন্ডের অনুকূলে জাহাজ বরাদ্দ স্থগিত
- সী হর্সের জাহাজের বিপরীতে চেক ইস্যু স্থগিত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বহির্নোঙ্গর থেকে পণ্য লাইটারিংয়ে নিয়োজিত নৌযানসমূহের চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থাটি হল ওয়াটার ট্রান্সপোর্ট সেল। সংক্ষেপে ডব্লিউটিসি। যারা এটা পরিচালনা করেন, তাদের কেউ কেউ সংস্থার বিধি-বিধান মানেন না। ব্যক্তিস্বার্থে নিয়ম-কানুনকে বুড়ো আঙ্গুল দেখান। তার অন্যতম প্রমাণ সাম্প্রতিক দু’টি ঘটনা।
একটি ঘটনায় মেসার্স লিটমন্ড শিপিংকে ১৫ লাখ টাকা এবং অন্য একটি ঘটনায় মেসার্স সী হর্স শিপিংকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ডব্লিউটিসি। লিটমন্ড শিপিং হল ডব্লিউটিসির নিবন্ধিত পণ্যের এজেন্ট এবং জাহাজ মালিক প্রতিষ্ঠান। আর মেসার্স সী হর্স শিপিং লোকাল এজেন্ট।
লিটমন্ড ও সী হর্স কর্তৃক নীতিমালা লংঘনের বিষয়ে জানতে চাইলে ডব্লিউটিসির নির্বাহি পরিচালক মাহবুব রশীদ খান বলেন, সংস্থার বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি এ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
অনুসন্ধানে জানা যায়, সব লাইটার জাহাজ সব গন্তব্যে যাতায়াত করে না। তাদের প্রয়োজন বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য লাইটারিং। সে অনুসারে ডব্লিউটিসিকে চাহিদা জানালে সিরিয়াল অনুসারে ভিন্ন মালিকানাধীন জাহাজ বরাদ্দ মিলবে, নিজস্ব জাহাজ বরাদ্দ পাওয়া যাবে না। তাই লিটমন্ড শিপিং ভুল ডেস্টিনেশন গন্ডামারায় রড পরিবহনের জন্য লাইটার জাহাজ বরাদ্দের চাহিদা জানায়। কারণ, ঐ গন্তব্যে যাওয়ার জন্য রয়েছে তাদের মালিকানাধীন লাইটার।
স্থানীয় গন্তব্য থেকে গন্ডামারায় রড পরিবহনের জন্য লিটমন্ড শিপিংকে তাদের মালিকানা ও পরিচালনাধীন জাহাজ এমভি সী মুনকে গত ২৬ জুন বরাদ্দ দেয় ডব্লিউটিসি। এম ভি বর্নিয়া প্রিন্স-৩ এবং এম ভি সী সানকে বরাদ্দ দেয়া হয় ১ জুলাই। কিন্তু লিটমন্ড শিপিং বিধিবিধান না মেনে ৩টি জাহাজকে বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল এম ভি ক্যাং ইয়াও থেকে সোডিয়াম সালফেটের জাম্বু ব্যাগ বোঝাই করে।
জানা যায়, ছাড়পত্র মোতাবেক পণ্য পরিবহন না করে ভিন্ন কাজে জাহাজ তিনটি নিয়োগের ঘটনা ডব্লিউটিসি হাতেনাতে ধরে। লিটমন্ড শিপিংকে জাহাজ প্রতি ৫ লাখ টাকা হিসেবে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৭ জুলাই এক জরুরি পত্রে জরিমানা আরোপের বিষয়টি তাদেরকে জানানো হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করা পর্যন্ত পণ্যের এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অনুকূলে জাহাজ বরাদ্দ স্থগিত থাকবে বলে পত্রে উল্লেখ করা হয়।
লোকাল এজেন্ট মেসার্স সী হর্স শিপিংকেও অনুরূপ অভিযোগে জরিমানা আরোপ করেছে ডব্লিউটিসি। তাদের পরিচালনাধীন জাহাজ এমভি সীমুন, এমভি বর্নিয়া প্রিন্স-৩ এবং এমভি সীসানকেও গন্ডামারা গন্তব্যে রড পরিবহনের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল। নিয়ম বহির্ভূতভাবে জাহাজ ৩টিতে বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল এম ভি ক্যাং ইয়াও থেকে সোডিয়াম সালফেটের জাম্বু ব্যাগ বোঝাই করা হয়।
জাহাজ প্রতি ৩ লাখ টাকা হারে মোট ৯ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে সী হর্স শিপিংকে। এই অর্থ পরিশোধ করা পর্যন্ত তাদের পরিচালনাধীন জাহাজের বিপরীতে চেক ইস্যু স্থগিত থাকবে বলে গত ১৭ জুলাই এক পত্রে জানিয়ে দিয়েছে ডব্লিউটিসি।
নৌ পরিবহন অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর, বন্দরের উভয় পাড়ে অবস্থিত সকল প্রকার জেটি এবং সমুদ্রে নোঙ্গরে অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত লাইটার জাহাজের ক্ষেত্রে ‘নৌ পরিবহন অধিদপ্তরের অধিভুক্ত লাইটার জাহাজযোগে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা-২০১৩’ অনুসরণ করে ডব্লিউটিসির সিরিয়ালভুক্ত হয়ে পণ্য বোঝাই ও খালাস করতে হবে।