Home চট্টগ্রাম ফের হালদায় ভেসে উঠল বিপন্ন প্রজাতির মৃত ডলফিন

ফের হালদায় ভেসে উঠল বিপন্ন প্রজাতির মৃত ডলফিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: হালদায় আবারও একটি মৃত ডলফিন পাওয়া গেল। বুধবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সিপহাীঘাট এলাকায় নদীতে মৃত ডলফিনটি ভাসতে দেখা যায়। ধারালো বস্তুর আঘাতের চিহ্ন আছে এর শরীরে। প্রায় ৫০ ইঞ্চি দীর্ঘ ও ২৮ ইঞ্চি প্রস্থ। ওজন প্রায় ১২ কেজি।  এ নিয়ে হালদা থেকে ৪৪টি মৃত ডলফিন উদ্ধার হলো।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সিপহাীঘাট এলাকায় নদীতে মৃত ডলফিনটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় মৎস্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন। তাদের ধারণা, ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে, তাই  শরীরে পচন ধরেছে। এর ময়নাতদন্ত করা হয়নি। প্রাথমিক সুরতহাল করেই এটাকে মাটিচাপা দেওয়া হয়েছে।হালদা থেকে গত ১৮ ডিসেম্বর একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

হালদায় যে ডলফিন দেখা যায়, তা স্থানীয়ভাবে উতোম বা শুশুক নামে পরিচিত। মিঠাপানির স্তন্যপায়ী এই প্রাণী গেঞ্জেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে এটি বিচরণ করে। রাউজান উপজেলার ছত্তার খালের মুখ থেকে হাটহাজারী উপজেলার মদুনাঘাট পর্যন্ত নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা ডলফিনের মূল বিচরণক্ষেত্র।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ডলফিনের এই প্রজাতিটিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।

হালদা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। সরকার ২০১০ সালে চট্টগ্রামের নাজিরহাট থেকে কালুরঘাট পর্যন্ত নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকাকে জলজ প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে।

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন উৎস থেকে শাখাখালের মাধ্যমে প্লোল্ট্রি, গৃহস্থালি, মানববর্জ্য, শিল্পকলকারখানার ইত্যাদি বিষাক্ত বর্জ্য পদার্থ কঠিন ও তরলাকারে প্রতিনিয়ত হালদা নদীতে পড়ছে।  নদীর জলজ বাস্তুতন্ত্রের পানির বিভিন্ন ভৌত-রাসায়নিক গুণাবলি পরিবর্তন হয়ে দূষিত করছে হালদার পরিবেশকে। এভাবে ডলফিনের মৃত্যু হালদা বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।