সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা:বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। সেখানে তার কফিনে রাষ্ট্রীয় সম্মানও জানানো হবে।
আজ দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহবায়ক অধ্যাপক আলতাফুন্নেছা মায়া। তিনি বলেন, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে। দেয়া হবে গার্ড অব অনার। সেদিন বেলা আড়াইটার সময় সোহরাওয়ার্দী উদ্যানে জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার সাভারের ওনার প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। বাদ জুমা সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, শেষকৃত্যের বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যরা বসেছেন।তারাই সিদ্ধান্ত নেবেন। আশা করি তারা আজকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারবেন। আগামীকাল জানাজার পর বিষয়টি জানিয়ে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।
উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।