Home চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাতের শপথ আগামী সপ্তাহে

সিটি মেয়র শাহাদাতের শপথ আগামী সপ্তাহে

ডা. শাহাদাত হোসেন। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে সিটি কর্পোরেশনসমূহের প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে। এতে সিটি কর্পোরেশনকে (চসিক) বাদ দেয়া হয়েছে।  আগামী সপ্তাহের শুরুতে তিনি মেয়র হিসেবে শপথ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে গত ১৯ আগস্ট জারিকৃত বাংলাদেশের সিটি কর্পোরেশনসমূহের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ বিলুপ্ত করা হয়।

প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করে শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন হাতে এসেছে। শুক্র ও শনিবার যেহেতু ছুটির দিন, তাই অফিস খোলার পর আগামী সপ্তাহের শুরুতে শপথ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, চসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন জয়ী হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে তাকে হারানো হয়েছিল। তখন মেয়রের পদ না পেলেও পরিচিতি পেয়ছিলেন ‘জনতার মেয়র’ হিসাবে। সাড়ে তিন বছর পর আদালত থেকে ন্যায়বিচার পেয়ে এখন আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নিতে চলেছেন। নেতাকর্মীদের প্রত্যাশা, শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম হয়ে উঠবে আধুনিক নগরী। ক্লিন ইমেজের এ নেতা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে রাখবেন বড় ভূমিকা।

শাহাদাত হোসেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী (নৌকা) এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ) শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট। ভোটকেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের ওপর হামলা, ফলাফলে ডিডিজিটাল কারচুপিসহ নানা অভিযোগ এনে ওই সময় ফল প্রত্যাখ্যান করেন শাহাদাত। ওই বছরই নির্বাচনি ট্রাইব্যুনালে এ নিয়ে মামলা করেন। সেই মামলার প্রায় সাড়ে তিন বছর পর ১ অক্টোবর শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা করেন নির্বাচনি ট্রাইব্যুনাল। দায়িত্ব গ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মঙ্গলবার সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর স্থলে শাহাদাতকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।