মীরসরাইয়ে বারুণী স্নানঘাট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
মীরসরাই (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা: বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন বলেছেন,
ভারতের সবচেয়ে ভালো বন্ধু হলো বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয়সহ বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে ভারত। কোন অশুভ শক্তি ভারত-বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে পারবে না।
বারুনি স্নান উপলক্ষে বুধবার মীরসরাইয়ের করেরহাটের ঐতিহ্যবাহী পশ্চিম জোয়ার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও জগন্নাথঘাট পরিদর্শন শেষে “সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডাঃ রাজীব রঞ্জন আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহা পূর্ণ তিথি বারুণী স্নানে দেহের সকল পাপ তাপ বিনাশ হয়ে যায়। বাংলাদেশের সনাতনীদের ধর্মীয় উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন রচনা হয়েছে।
ত আলোচনা সভায় বারুনী স্নান ঘাট ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা স্বপন চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, মীরসরাই সার্কেল এএসপি লাবীব আব্দুল্লাহ।
রিপন দাশ ও অমিতাভ দাশ যৌথভাবে সঞ্চালনা করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি মিহির নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রমুখ।