Home Second Lead ডানকানে সানমারের বহুতল নির্মাণে স্থগিতাদেশ

ডানকানে সানমারের বহুতল নির্মাণে স্থগিতাদেশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর ষোলশহরের ডানকান পাহাড় এলাকায় পাহাড় ও গাছ কেটে সানমান প্রপার্টিজের বহুতল ভবন নির্মাণের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সজল মল্লিকের করা এক রিটের শুনানি নিয়ে সোমবার রুল জারির মাধ্যমে এ স্থগিতাদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ।

এসময় আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকতার হোসেন, মোস্তাফিজুর রহমান সাকিল ও মো. গোলাম সারোয়ার এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী শুনানিতে অংশ নেন।

এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র, পরিবেশ ও বন সচিব, ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, স্যানমার প্রপার্টিজ লিমিটেডকে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

২০১৩ সালে ষোলশহর ডানকান পাহাড় এলাকায় ২৫ তলার দুটি ভবন নির্মাণের জন্য সিডিএ থেকে অনুমোদন নিয়েছিল সানমার প্রপার্টিজ লিমিটেড। নিয়ম অনুযায়ী তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে না পারায় সেই অনুমোদন বাতিল হয়ে যায়।

পরবর্তীতে অনুমোদন প্রক্রিয়া ছাড়াই বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে সানমার প্রপার্টিজ লিমিটেড। এসময় শতাধিক গাছ কেটে ফেলার পাশাপাশি পাহাড়ের পাদদেশের মাটি কাটা হয়। বন বিভাগের অনুমোদন ছাড়া গাছ কাটার পাশাপাশি পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণে নেয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও।

আইনজীবী সজল মল্লিকের করা এক রিটের প্রেক্ষিতে জারি করা রুলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় ও গাছ কেটে বহুতল নির্মাণ বন্ধে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পরিবেশ রক্ষায় অবৈধ পাহাড়কাটা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।