বিজনেসটুডে২৪ ডেস্ক
আইনি লড়াইয়ের মুখে পড়েছে ডাবর ইন্ডিয়ার কয়েকটি সহযোগী সংস্থা। তাদের বিরুদ্ধে ৫,৪০০ মামলা। চুলের পরিচর্যার কিছু পণ্য ব্যবহার করার পর বিভিন্ন সমস্যার অভিযোগে এসব মামলা।
কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন উপভোক্তা দাবি করেছেন, তাঁরা জরায়ু ও ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অন্যান্য সমস্যাও দেখা দিয়েছে। তারপরেই এই দুটি দেশের আদালতে সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে এই মামলাগুলি একেবারেই আবেদন ও মামলার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ডাবর ইন্ডিয়া। তবে তাদের অভিযোগ, অসম্পূর্ণ পরীক্ষানিরীক্ষা এবং অপ্রমাণিত তথ্যের উপর নির্ভর করে এই মামলা দায়ের করা হয়েছে।
তারা আরও জানিয়েছে, তাদের যেসব সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেগুলি হল নমস্তে ল্যাবরেটরিজ, ডার্মোভিভা স্কিন এসেন্সিয়ালস এবং ডাবর ইন্টারন্যাশনাল সহ আরও কয়েকটি সংস্থা। এদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য মিলিয়ে ৫ হাজার ৪০০টি মামলা দায়ের করা হয়েছে। তবে এই সমস্ত মামলা একত্রিত করে ইলিনয়েসের একটি জেলা আদালতের অধীনে আনা হয়েছে।