বিজনেসটুডে২৪ প্রতিবেদক
কক্সবাজারঃ জেলার চকরিয়া পৌরশহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাব-১৫ এর একটি দল। এসময় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চকরিয়া হাসপাতাল সড়ক ও গালর্স স্কুল সড়কের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
অপরিচ্ছন্ন পরিবেশে পরীক্ষাগার ও মানসম্মত প্যাথলজিক্যাল মেডিসিন ব্যবহার না করায় চারটি ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে চকরিয়া সরকারি হাসপাতাল সড়কে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে এক ব্রিফিংয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে না, পরীক্ষাগার গুলোতে পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ বজায় রাখতে হবে। এসব অনৈতিক কাজ বন্ধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১৫ কক্সবাজার এর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. জামিলুল হক।