১৯৮০ থেকে ২০১৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ১১ কোটি থেকে বেড়ে ৪২ কোটিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ মানুষ টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগে বিশ্বে প্রতিবছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।
বিজনেসটুডে২৪ ডেস্ক: চিন বড়সড় সাফল্য পেল ডায়াবেটিস রোগের বিরুদ্ধে। বিশ্বে প্রথমবার একদল চিনা বিজ্ঞানী ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সুস্থ করে তুলেছেন শুধুমাত্র সেল থেরাপি ব্যবহার করে।
প্রতিবেদন সূত্রে খবর, ৫৯ বছর বয়সি এক ব্যক্তি দীর্ঘ ২৫ বছর ধরে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০১৭ সালে তার একটি কিডনিও প্রতিস্থাপন করা হয়।
এরপরেও সেই ব্যক্তি তাঁর অগ্নাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, যার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বছর দুয়েক ধরে কোনও ইনসুলিন গ্রহণ বা ওষুধ খেতে হয়নি রোগীকে। শুধু তা-ই নয়, তার রক্তে শর্করার মাত্রাও তেমন ওঠানামা করেনি।
গবেষকদের মতে, এই রোগী ২০২১ সালের জুলাই মাসে ইনোভেটিভ সেল ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা পেয়েছিলেন। কিডনি প্রতিস্থাপনের ১১ সপ্তাহ পর ওই ব্যক্তি ইনসুলিন ইঞ্জেকশন থেকে মুক্তি পান। এই সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল।
বর্তমানে ওই রোগী ৩৩ মাসের জন্য ইনসুলিন নেওয়া বন্ধ রেখেছেন। তাতেও তাঁর শরীরে কোন রকম খারাপ প্রভাব দেখতে পাওয়া যায়নি। কারণ সেই সময়টুকু জুড়ে চিকিৎসকরা শুধুমাত্র সেল থেরাপি ব্যবহার করেছেন।
কী এই সেল থেরাপি?
নতুন এই গবেষণা বলা হচ্ছে, ওষুধ এবং ইনসুলিন ছাড়াই টাইপ ১ ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। এই সেল থেরাপি ব্যবহারের পর থেকে সেই ব্যক্তির আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়েনি। টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে চিনের ঘটনাই প্রথম। এ থেকে স্বাভাবিক জীবনে ফেরার আশার আলো দেখছেন ডায়াবেটিসে আক্রান্ত অগণিত মানুষ।
চিনের সাংহাই চাংঝেং হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্সের একদল বিজ্ঞানী নতুন এই পদ্ধতি আবিষ্কার করেন। এমনটাই জানাচ্ছেন চিকিৎসক দল।
১৯৮০ থেকে ২০১৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ১১ কোটি থেকে বেড়ে ৪২ কোটিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ মানুষ টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগে বিশ্বে প্রতিবছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। শরীর যখন রক্তের সব গ্লুকোজকে ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই রোগ জটিল অবস্থায় পৌঁছালে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক পর্যন্ত হতে পারে।