Home আকাশপথ ঢাকা-যশোর রুটে ফ্লাইট চালু হচ্ছে

ঢাকা-যশোর রুটে ফ্লাইট চালু হচ্ছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনার কারণে বন্ধ থাকা বিমানের ঢাকা-যশোর ফ্লাইট আবার চালু হচ্ছে। ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এব্যাপারে বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, এখন থেকে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের বহরে নতুন তিনটি ড্যাশ এইট যুক্ত হওয়ার পর বন্ধ তিনটি রুট চালুর পাশাপাশি নতুন অভ্যন্তরীণ রুট চালু করে বিমান। লকডাউন শেষে গেল জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট বন্ধ ছিল।

এদিকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে দশটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।