Home Third Lead ঢাকা সিটি নির্বাচন: আজ মনোনয়নপত্র যাচাই

ঢাকা সিটি নির্বাচন: আজ মনোনয়নপত্র যাচাই

আজ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে জন্য জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে । মনোনয়নপত্র সঠিক না হলে বাতিল করবে নির্বাচন কমিশন। আগারগাঁয়ে স্থানীয় সরকার বিভাগের ভবনে এই যাচাই-বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ই জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে সামনে রেখে ১ হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুই সিটিতে ১৪ জন মেয়র প্রার্থী রয়েছেন। তিন পদে দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২ হাজার ২৬০ জন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১শে ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার হবে ৯ই জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ই জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০শে জানুয়ারি।

বিজনেসটুডে২৪ ডেস্ক