Home First Lead ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ চলছে

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ চলছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভোট গ্রহণ চলছে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে। একটানা বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

নির্বাচনী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে গণপরিবহনে সীমিত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঢাকা-৫ আসন: শাসক দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুর সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই)

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট হচ্ছে। গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

রানীনগর ও আত্রাই উপজেলায় ১৬টি ইউনিয়ন। এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রানীনগরে ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ এবং আত্রাইয়ে ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। এখানে লড়ছেন তিনজন।

তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী রানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলাল, বিএনপির প্রার্থী আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইন্তেখাব আলম রুবেল।