Home তথ্য প্রযুক্তি তার ছাড়াই ফোন চার্জ

তার ছাড়াই ফোন চার্জ

বিজনেসটুডে২৪ ডেস্ক

বড় চমক আনছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। টেকনোলজির অবিশ্বাস্য সাফল্যকে এই ব্র্যান্ড তুলে আনছে সকলের সামনে। নতুন চার্জিং প্রযুক্তির একটা ঝলক দেখিয়েই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শাওমি। নতুন এই প্রযুক্তির নাম রিমোট এয়ার চার্জিং টেকনোলজি। আর সেই নাম থেকে নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা করে নিয়েছেন। এবার থেকে থাকবে না তারের ঝঞ্ঝাট, স্রেফ বাতাস থেকেই স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। তবে এই এমআই এয়ার চার্জার কবে অফিশিয়ালি বাজারে আসবে সে নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি কর্মকর্তারা।

কীভাবে ব্যবহার করবেন এই রিমোট চার্জিং প্রযুক্তি? তারও ব্যাখ্যা দিয়েছেন শাওমির কর্মকর্তারা। এই আইসোলেটেড চার্জিং পাইলে পাঁচটি ফেজের ইন্টারফেস অ্যান্টেনা দেওয়া হয়েছে। এই অ্যান্টেনাগুলি স্মার্টফোনের একেবারে সঠিক লোকেশন খুঁজতে সাহায্য করবে। স্মার্টফোনের জন্য ‘বেকন অ্যান্টেনা’ এবং ‘রিসিভিং অ্যান্টেনা এয়ারি’ ইত্যাদি ছোট অ্যান্টেনাও ডেভেলপ করে রেখেছে শাওমি।

‘অনেক কম পাওয়ারের স্মার্টফোনের অবস্থানের তথ্য সম্প্রচার করে বেকন অ্যান্টেনা। ১৪টি অ্যান্টেনার কম্পোজড রূপ মিলিমিটারের ওয়েভ সিগন্যাল কনভার্ট ‘করেরিসিভিং অ্যান্টেনা এয়ারি’, যা আবার চার্জিং পাইল দ্বারা নির্গত। ইলেকট্রিক এনার্জি এবং একটি রেক্টিফায়ার সার্কিটের মেলবন্ধনে সায়েন্স ফিকশন চার্জিংকেই বাস্তবে রূপায়িত করতেই এমনটা করে থাকে রিসিভিং অ্যান্টেনা এয়ারি’, ব্লগ পোস্টে রিমোট এয়ার চার্জিংয়ের কার্যকারিতা সম্পর্কে এমনই লিখছে শাওমি।

এই এম আই এয়ার চার্জার টেকনোলজির একসঙ্গে একাধিক ডিভাইসে ৫ ডব্লু ফাস্ট চার্জিং করতে পারে বলে জানা গেছে। যদিও নির্দিষ্ট করে এই রেডিয়াসের তথ্য উল্লেখ না করলেও কয়েক মিটার অবধি এটি কাজ করতে পারে বলে জানাচ্ছে শাওমির কর্মকর্তারা। কোম্পানির তরফে আরও জানানো হচ্ছে, যে, কোনও ফিজিক্যাল অবজেক্ট এই এমআই এয়ার চার্জার প্রযুক্তির চার্জিং দক্ষতায় কোনও ভাবেই বাধা দিতে পারে না।

তবে শাওমির এই নতুন রিমোট চার্জিংয়ের প্রযুক্তি শুধুমাত্র স্মার্টফোনেই সাপোর্ট করবে। কিন্তু এর পাশাপাশি শাওমির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে খুব তাড়াতাড়িই স্মার্টওয়াচ, ব্রেসলেট ও অন্যান্য ডিভাইসের সঙ্গেও যুক্ত করা যাবে এই চার্জারকে। পাশাপাশিই কোম্পানির সমস্ত স্মার্ট হোম ডিভাইসেও এই রিমোট চার্জিং প্রযুক্তি দেওয়ার চেষ্টা করছে শাওমি। ভবিষ্যৎে একজন ব্যবহারকারীর বাড়ির সমস্ত ডিভাইসকেই এমআই এয়ার চার্জিং টেকনোলজির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে শাওমি।