Home কৃষি ঠাকুরগাঁয়ে আড়াই লাখ তালবীজ বপন করা হচ্ছে

ঠাকুরগাঁয়ে আড়াই লাখ তালবীজ বপন করা হচ্ছে

ঠাকুরগাঁয়ে তালবীজ বপনে কর্মসূচি উদ্বোধন
মোঃসোহেল রানা, ঠাকুরগাঁও :পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঠাকুরগাঁও জেলায় আড়াই লাখ তাল বীজ বপন করবে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলা সালান্দর উচ্চ বিদ্যালয়ে তাল বীজ বপনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের বিকল্প নেই। বনায়নের অভাবে তীব্র খরা ও বজ্রপাত বেড়ে গিয়েছে। এতে  জনজীবন হুমকির মুখে পড়েছে। সরকারের সবুজ বনায়ন প্রকল্প বাস্তবায়নে জেলায় তাল বীজ বপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে তাল বীজ বপন করা হবে। সেই সাথে  এগুলো সংরক্ষণও করা হবে নিয়ম মেনে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট ও সালান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম প্রমুখ।