Home সারাদেশ তাহিরপুরে চোরাচালানের কয়লা আটক

তাহিরপুরে চোরাচালানের কয়লা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে রাহাদ হাসান মুন্না: তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে ভারতীয় কয়লা আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানা গেছে, চারাগাঁও বিওপির নিয়মিত একটি  টহল দল শুক্রবার  (২৭ মে) সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের এলসি পয়েন্ট এলাকা  হতে  ৬ হাজার কেজি, ভারতীয় কয়লা আটক করেছে।যার আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা।

অপরদিকে,  লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে উপজেলার  বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২ হাজার কেজি,ভারতীয় কয়লা আটক করে।যার মূল্য ২৬ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)  অধিনায়ক লে-কর্নেল মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।