Home সারাদেশ তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ মদ ও কয়লা আটক

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ মদ ও কয়লা আটক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কয়লার চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড়া এলাকা থেকে ১৭৮বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। আনুমানিক সিজার মূল্য ২ লাখ,৬৭ হাজার টাকা।

অপরদিকে, টেকেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৪-এস এর নিকট ১০০ গজ অভ্যন্তরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া থেকে ১২শত ৫০কেজি কয়লা আটক করেছে।  সিজার মূল্য ১৬,২৫০  টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।