বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭ ইউনিয়নে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে
নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। তবে, আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ।
সপ্তম ধাপে সোমবার এখানে নির্বাচন হয়েছে ৭ ইউনিয়নে।
প্রাথমিক ফলাফল:
শ্রীপুর উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (চশমা) মো. আলী হায়দার ৬৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (নৌকা) আবুল খায়ের ৬২০৭ ভোট পেয়েছেন।
শ্রীপুর দক্ষিণ স্বতন্ত্র প্রার্থী (ঢোল) আলী আহমদ মুরাদ ৩০৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (আনারস) মহসিন রেজা মানিক। ভোট পেয়েছেন ২২৯৮।
বড়দল দক্ষিণ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) হাজী মো. এম. ইউনুছ আলী ৫২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (চশমা) ২৫১৪ ভোট পেয়েছেন।
উত্তর বড়দল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রাহী প্রার্থী (ঘোড়া) মো. মাসুক মিয়া ৭৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (নৌকা) মো. জামাল উদ্দিন, প্রাপ্ত ভোট ৫৯২৪ ।
বাদাঘাট ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মো. নিজাম উদ্দিন ১১৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (নৌকা) ১১১৬০ ভোট পেয়েছেন।
তাহিরপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) জুনাব আলী ৩১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী (চশমা) বোরহান উদ্দিন ৩০৭৬ ভোট পেয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বি।
বালিজুরী ইউনিয়নে আওয়ামীলীগেরর বিদ্রোহী প্রার্থী (আনারস) মো.আজাদ হোসেন ৬১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (নৌকা) আতাউর রহমান ৪৪০১ ভোট পেয়েছেন।