Home আন্তর্জাতিক কোরআন অবমাননা: ৯ পশ্চিমা রাষ্ট্রদূতকে তুরস্কের তলব

কোরআন অবমাননা: ৯ পশ্চিমা রাষ্ট্রদূতকে তুরস্কের তলব

বিজনেসটুডে২৪ ডেস্ক

৩ ইউরোপীয় দেশে পবিত্র কুরআন অবমাননার জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কে ব্যাপক টানাপড়েন সৃষ্টি হয়েছে। কয়েকটি ইউরোপীয় দেশ তুরস্কে তাদের কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পাশাপাশি নাগরিকদের জন্য তুরস্ক সফরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার ৯টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তুরস্ক। ওয়াশিংটন নিশ্চিত করেছে, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগ দিয়েছেন। দু’টি ইউরোপীয় কূটনৈতিক সূত্র স্বীকার করেছে যে, তুরস্কের তলব পেয়ে ওই বৈঠকে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূতরাও অংশ নিয়েছেন। ডাক পাওয়া বাকি পাঁচ দেশের নাম জানা যায়নি।

সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী নেতারা গত সপ্তাহে নিজ নিজ দেশে পবিত্র কুরআনের কপিতে আগুন দিয়ে ব্যাপক নিন্দা-সমালোচনার মুখে পড়েছেন। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলির সঙ্গে মুসলিম বিশ্বের বহু দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বহু ইসলামি জোট ও সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। অনেক ইসলামি দেশ পশ্চিমা পণ্য বর্জন ও বয়কটের ডাকও তুলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিমরা কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ হয়েছে তুরস্কে অবস্থিত সুইডিশ ও ডাচ দূতাবাসের বাইরেও। এ অবস্থায় আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ইতালি সরকার তুরস্ক ভ্রমণের ব্যাপারে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। এ ছাড়া, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সাময়িকভাবে আঙ্কারায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, তুর্কি সরকারও তাদের নাগরিকদের আমেরিকা এবং ইউরোপে বর্ণবিদ্বেষী ও ইসলামোফোবিক হামলার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।