Home First Lead তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

ফাইল ছবি। সংগৃহীত

বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শুরু হয়েছে তুরাগ তীরে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

রবিবার  বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় মোনাজাত।  লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন মোনাজাতে।

পরিচালনা করছেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

শনিবার রাজধানীর আশ-পাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নেন।

অনুকূল আবহাওয়া, শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় উদ্দীপনায় ইজতেমার পক্ষ-বিপক্ষ মতাদর্শী মুসল্লিদের অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বিজনেসটুডে২৪ ডেস্ক