Home অন্যান্য ত্রাণ নিয়ে এগিয়ে এলেন ডিপিডিসি কর্মকর্তারা

ত্রাণ নিয়ে এগিয়ে এলেন ডিপিডিসি কর্মকর্তারা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রাজধানীর প্রায় দু’হাজার খেটে খাওয়া মানুষের পাশে এস দাঁড়ালেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) কর্মকর্তারা।

প্রকৌশলী বিকাশ দেওয়ান

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, কোম্পানির কর্মকর্তারা ব্যক্তিগত তহবিল থেকে চাঁদা দিয়ে উদ্যোগ নিয়েছেন দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণের। শনিবার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে জরুরি খাদ্যপণ্য। এভাবে আরও কয়েকদিন বিতরণ করা হবে।

ডিপিডিসির পরিচালক (প্রশাসন) জয়ন্ত কুমার শিকদার, প্রধান প্রকৌশলী মর্তুজা কামরুল হাসান, উপ ব্যবস্থাপনা পরিচালক অনিকেত শামীমসহ ডিপিডিসির অন্যান্য কর্মকর্তা এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন।