বিজনেসটুডে২৪ প্রতিনিধি
আগরতলা: উত্তরপ্রদেশে পরপর ধর্ষণের ঘটনায় দেশ যখন তোলপাড় তখন একই কারণে উত্তপ্ত হল ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরার সিপাহীজলা জেলায় বুধবার রাতে বছর ৪৮-এর মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বেলা বাড়তে সে কথা পাঁচকান হওয়ার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করে।
ওই মহিলার প্রতিবেশীরা বৃহস্পতিবার দুপুর থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও শুরু করে। বিকেলে অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। স্থানীয়রা জড়ো হয়ে অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা একজন বিবাহিতা। তিনি স্থানীয় একটি রাবার কারখানায় কাজ করেন। বুধবার রাতে কাজ থেকে ফেরার সময়ে পেশায় গাড়ির চালক ২৮ বছরের এক যুবক তাঁকে একা পেয়ে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুক্রবার মহিলার মেডিক্যাল টেস্ট হবে বলে জানা গেছে।
এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে উত্তর-পূর্বের বিজেপি শাসিত ছোট্ট রাজ্যটিতে। বিরোধী দল সিপিএমের অভিযোগ, অভিযুক্ত যুবক বিজেপির কর্মী। বুধবার রাতে আক্রান্ত মহিলা থানায় অভিযোগ করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। বৃহস্পতিবার জনগণের চাপে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়। সিপিএমের রাজ্য কমিটির তরফে বলা হয়েছে, বিজেপি শাসিত কোনও রাজ্যেই মেয়েদের নিরাপত্তা নেই। উত্তরপ্রদেশও যা ত্রিপুরাও তাই।