বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চুয়াডাঙ্গা: দর্শনা আন্তর্জাতিক স্থল চেকপোস্ট সীমান্ত দিয়ে বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত শুরু করেছেন। মহামারি করোনার কারণে দেড় বছর পর রবিবার দুপুর ১টা থেকে দর্শনা ইমিগ্রেশন কাস্টমস সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন পাসপোর্টধারী যাত্রীরা।
তবে সীমান্তে বিজিবির নির্দেশনা না থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু পাসপোর্টধারী যাত্রী বিড়ম্বনায় পড়েন।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. আব্দুল আলীম জানান, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর গত ১৬ মে থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ভারতের গেদে চেকপোস্টে মেডিকেল বুথ না থাকায় ভারতগামী কোনো যাত্রী তারা নিতে পারেননি। শুধুমাত্র ভারত থেকে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দর্শনা চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশে এসেছেন। রবিবার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা–৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, রোববার সকালে বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের প্রবেশের জন্য বিজিবির কোনো নির্দেশনা ছিল না। এ জন্য যাতায়াত সাময়িক বন্ধ থাকে। অবশেষে দুপুর ১টার পর উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়।