Home শিক্ষা দাওরায়ে হাদীস কেন্দ্রীয় পরীক্ষায় চট্টগ্রামে শীর্ষে পটিয়া মাদরাসা

দাওরায়ে হাদীস কেন্দ্রীয় পরীক্ষায় চট্টগ্রামে শীর্ষে পটিয়া মাদরাসা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটিয়া ( চট্টগ্রাম): সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) কেন্দ্রীয় পরীক্ষায়  জামিয়া ইসলামিয়া পটিয়া সারাদেশের ৩য় ও চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

মেধা তালিকায় শিক্ষা প্রতিষ্ঠানটির ৯ জন স্থান পেয়েছেন। তাদের মধ্যে সেরা দশে ৩ জন রয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই ফলাফল। গড় পাসের হার ৮৫.৪৮%। মোট পরীক্ষার্থী  ৩২,৭১৪ জন। সারাদেশে ১০৬টি ছাত্র ও ২১১টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৭,৯৬৩ জন, অনুত্তীর্ণ ৪,৭৫১ জন এবং অনুপস্থিত ৭৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫,৯৪৮ জন এবং ছাত্রী ১২,০১৫ জন। পাসের হার ছাত্র ৮৯.৮৯%, ছাত্রী ৮০.২৫%। গড় পাসের হার ৮৫.৪৮%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১২৯৫ জন এবং ছাত্রী ১১৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪৩৯৯ জন, ছাত্রী ১৬১৮ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬,৯০৭ জন, ছাত্রী ৫,৭৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩৩৪৭ জন, ছাত্রী ৪৫০১ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ১২ জনের।

মেধা তালিকায় ৩য় স্থান হয়েছেন, সাখাওয়াত হোসেন ও আবু সালেহ, ৫ম স্থান আজিজুল হক, ১৮তম স্থান আব্দুল মালেক, ২৭তম স্থান আব্দুল্লাহ ফরহান ও হেদায়েতুল্লাহ, ৩০তম স্থান ওমর ফারুক, ৩৪তম স্থান শহিদুল ইসলাম এবং মোহাম্মদ উছামা।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে ৬টি বোর্ড রয়েছে। প্রথম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট জামাতের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে থাকেন বোর্ডগুলো।

আরবি মাস রমজান টু রমজান শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালু থাকা বোর্ডগুলো তাদের কেন্দ্রীয় পরীক্ষা নেয় শাবান মাসে।

মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী গণমাধ্যমকে বলেন, “জামিয়ার শিক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও দাওরায়ে হাদিস পরীক্ষায় বড় সাফল্য অর্জন করেছে। আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি এবং মেধাতালিকায় স্থান পাওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।”