Home কলকাতা মন্ত্রীর দেখা পেলে ঝাঁটাপেটা

মন্ত্রীর দেখা পেলে ঝাঁটাপেটা

ছবি সংগৃহীত

কলকাতা: মন্ত্রী উদয়ন গুহ বাইরে থেকে লোক নিয়ে এসে  দিনহাটায় শান্ত ভেটাগুড়িতে গণ্ডগোল করছেন। এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল ভেটাগুড়ির বিজেপি মহিলা মোর্চা। প্রতিবাদ মিছিল থেকে মন্ত্রীকে ঝাঁটাপেটা করার নিদান দেয় তারা। পাশাপাশি, মন্ত্রীর চামড়া তুলে নেওয়ার মতোও একাধিক স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মুখে। তাঁদের দাবি, মন্ত্রী যেহেতু বাইরে থেকে লোক নিয়ে এসে ভেটাগুড়িতে অশান্তি করেছেন, তাই মন্ত্রীর দেখা পেলে তাঁকে ঝাঁটাপেটা করা হবে।

বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়ের দাবি, উদয়ন গুহ বাইরে থেকে সমাজবিরোধীদের নিয়ে এসে শান্ত ভেটাগুড়িকে অশান্ত করার চেষ্টা করছেন। তারই প্রতিবাদে ভেটাগুড়ির মহিলারা একজোট হয়ে এদিন ঝাঁটা হাতে মিছিল করেন।

বিজেপির অভিযোগের পালটা দেন মন্ত্রী উদায়ন গুহ। তিনি বলেন, ‘নিজস্ব পার্টি অফিসে আমার নেতৃত্বে দলের কর্মীরাই বোমা মেরেছেন, এই ধরনের অভিযোগ হাস্যকর।’ পাশাপাশি, মন্ত্রীর কথায়, ‘তৃণমূল যে জায়গায় মিটিং ও মিছিল করেছে ঝাঁটা দিয়ে সেটা পরিষ্কার না করে তারা নিজেদের আগে পরিষ্কার করুক, তাহলেই ভালো হবে।