Home First Lead দিনে ৪০০ করোনা টেস্ট মা-শিশু হাসপাতালে

দিনে ৪০০ করোনা টেস্ট মা-শিশু হাসপাতালে

  • ৪ সপ্তাহের মধ্যে পিসিআর ল্যাব
  • দিনে দিনে টেস্ট রিপোর্ট
  • আরও একটি করোনা ই্উনিট চালু হচ্ছে
  • চিকিৎসকদের জন্য ৫ শয্যা সংরক্ষিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: মা-শিশু ও জেনারেল হাসপাতালে ৪ সপ্তাহের মধ্যে চালু হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষার পলিমারি  চেইন রিএ্যাকশন (পিসিআর) ল্যাব। সেখানে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে। ফলাফলও মিলবে সাথে সাথে।

হাসপাতালের কার্যনির্বাহি কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ এই তথ্য জানিয়ে বলেছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নমুনা পরীক্ষার অনুমোদন চেয়ে আবেদন জানানো হবে দু’একদিনের মধ্যে।

হাসপাতালের ল্যাবটি হবে অত্যাধুনিক। দেশের কোথাও এ পর্যন্ত এই মানের ল্যাব নেই। এ ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি হয়েছে। ওয়ার্ক অর্ডারও দেয়া হয়েছে। ৩০ টি মেশিনারি বসাতে হবে সেখানে। সবগুলো আমদানি করতে হবে।

আগামী ২০ দিন থেকে ২৫ দিনের মধ্যে ল্যাবটির যাবতীয় কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

নিজস্ব ল্যাবটি চালু হলে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে সাথে সাথে। এর জন্য প্রয়োজনীয় জনবল প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে চালু হওয়া করোনা ইউনিটে আসা রোগীদের করোনা টেস্ট করানো হচ্ছে বিশেষ ব্যবস্থায় নিয়ে সরকারি দু’টি হাসপাতালে। রিপোর্ট পেতে প্রচুর সময় ক্ষেপণ হচ্ছে।

করোনা চিকিৎসা সেবায় নগরীতে  প্রথম এগিয়ে আসা বেসরকারি প্রতিষ্ঠান মা-শিশু ও জেনারেল হাসপাতাল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পর বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র এটা। এখানে ভেন্টিলেটরযুক্ত আইসিইউ, অত্যাধুনিক সুযোগ-সুবিধার আইসোলেশন  এবং ৩০ শয্যার ফ্লু কর্নার চালু করা হয়েছে প্রথম পর্যায়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৭৮ জন করোনা রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা রোগী চিকিৎসা সেবা দেয়ার আর কোন শয্যা খালি নেই। কোন রোগী সুস্থ হয়ে ফিরে যাওয়ার পর কেবল সেখানে নতুন রোগী ভর্তি সম্ভব হচ্ছে।

রেজাউল করিম আজাদ জানান, করোনা ভাইরাস বিস্তারের চলমান অবস্থায় আর একটি ইউনিট চালু করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে। সেখানে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি করা সম্ভব হবে। সেটাও হচ্ছে হাসপাতালের নতুন ভবনে। সেখানে শয্যাগুলো দিচ্ছেন দৈনিক আজাদী সম্পাদক আবদুল মালেক। ইউনিটটি প্রস্তুত করার কাজ চলছে রাতে দিনে। নতুন এই ইউনিটে চট্টগ্রামের চিকিৎসকদের জন্য ৫টি শয্যা সংরক্ষিত থাকবে বলে জানান রেজাউল করিম আজাদ।