খাগড়াছড়ি থেকে আবদুল জলিল: খাগড়াছড়ির রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে পাহাড়ে বসবাসরত বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং এতিম ও অসহায় শিশুদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ মে (রবিবার) সকালে জেলার দীঘিনালা উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীঘিনালা সেনা জোন এ কর্মসূচির আয়োজন করে৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ৭ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং অসহায় শিশুদের পোশাক সামগ্রী বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার’র স্ত্রী ও সেনা পরিবার কল্যান সংস্থা’র সহ সভাপতি রাবেয়া জাহাঙ্গীর, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, তার সহধর্মিণী রেহনুমা মুনজুর, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমূখ।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়ে শান্তি স্থাপনে সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। সেনা সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে পাহাড়ে বসবাসরত সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে৷ খাগড়াছড়ি রিজিয়ন আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সহ এতিম ও অসহায় শিশুদের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।