বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনার দুই ডোজ টিকা গ্রহীতাদের ভ্যাকসিন পাসপোর্ট দেয়া হবে।
বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘টিকা পেতে নিবন্ধন আরও সহজ করা হয়েছে। প্রথমদিকে অ্যাপে কিছু সমস্যা হলেও এখন আর কোন সমস্যা হবে না।’
টিকা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বলেন, অপপ্রচার বন্ধে তিনি নিজ আগ্রহেই টিকা নিয়েছেন। টিকা নিয়ে অপপ্রচারে জনগণকে কান না দেয়ার আহ্বান জানান তিনি।