বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোফার্ম টিকা আসছে। ১৫ দিনের মধ্যে উপহার হিসেবে ৫ লাখ ডোজ সিনোফার্ম টিকা আসবে। এরপর দুই মাসের মধ্যে আরও টিকা আসার কথা রয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানাগেছে।
ভারত থেকে অক্সফোর্ডের টিকা আসা বন্ধ থাকায় সরকার বিকল্প পথে টিকা আনার উৎস খুঁজছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাশিয়ার স্পুটনিক ফাইভের পর সিনোফার্ম টিকার অনুমোদন দিল সরকার। ৩৫টির বেশি দেশে দেয়া হচ্ছে চীনের এই টিকা।বিশেষজ্ঞরা বলছেন, সিনোফার্ম টিকার কার্যকারিতা ৭৯ ভাগ।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, চীন থেকে উপহারের যে পাঁচ লাখ টিকা আসবে তা থেকে এক হাজার মানুষকে প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, একই সাথে চীন ও রাশিয়ার টিকা দেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।