Home সারাদেশ দুইদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা বন্দরের কার্যক্রম

দুইদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা বন্দরের কার্যক্রম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পঞ্চগড়: মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত ও সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি দুইদিনের জন্য বন্ধ থাকবে।

রবিবার (২৮ মার্চ) রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

বন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে সোমবার ও মঙ্গলবার (২৯-৩০ মার্চ) মোট দুইদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মেহেদী হাসান খান বাবলা বলেছেন, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এয়াসোশিয়েন ও শিলিগুড়ি নর্থ বেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে।

তবে, বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনোরায় আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান পঞ্চগড় আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের এই সভাপতি।