বিজনেসটুডে২৪ ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্ট তাদেরকে তলব করেছে।
নাজমুল হাসান ছাড়া অন্য তিনজন হলেন, জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ, চিফ অ্যাডমিনিস্ট্রিটিভ ও সেক্রেটারি।
১৪ ফেব্রুয়ারি তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এই মামলায় দুই আসামির জামিন শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার ঘটনায় অর্থ আত্মসাতের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের ঊর্ধ্বতনদের বাদ দিয়ে অধস্তনদের আসামি করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।