Home আইন-আদালত দু’দিন একসঙ্গে থাকলেই তা ‘লিভ-ইন’ নয়

দু’দিন একসঙ্গে থাকলেই তা ‘লিভ-ইন’ নয়

বিজনেসটুডে২৪ ডেস্ক

দুজন প্রাপ্তবয়স্ক মানুষ কিছুদিন যদি একসঙ্গে থাকেন, তবে তাকে লিভ-ইন সম্পর্ক হিসেবে দেগে দেওয়া যায় না। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এমনকি ওই প্রাপ্তবয়স্ক যুগল যদি নিজেরা দাবিও করে যে তারা লিভ-ইন সম্পর্কে রয়েছে, তাও তা নিশ্চিত করে বলা যায় না।

তবে কখন কোনও সম্পর্ককে লিভ-ইন বলা যাবে?

হাইকোর্টের পর্যবেক্ষণ, শুধু একসঙ্গে থাকলেই হবে না। সেই সঙ্গে যুগলকে কিছু দায়িত্বও পালন করতে হবে। একে অপরের প্রতি তারা দায়িত্ববদ্ধ থাকবে। বিয়ে করে সংসার না পাতলেও লিভ-ইন সম্পর্কে কিছু কিছু দায়বদ্ধতা থেকেই যায়। সেই সমস্ত কর্তব্য পালন করে যদি একসঙ্গে থাকা যায়, তবে তা হয়ে উঠবে যথার্থ লিভ-ইন।

একটি মামলার পরিপ্রেক্ষিতেই এমন পর্যবেক্ষণ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। সেখানে যমুনানগরের এক যুগল মামলা দায়ের করেছিলেন। তাঁরা হাইকোর্টে গিয়েছিলেন নিজেদের পরিবারের সদস্যদের কাছ থেকে নিরাপত্তা চাইতে। তার শুনানিতেই বিচারপতি মনোজ বাজাজ জানিয়েছেন, কিছুদিন একসঙ্গে থাকা মানেই সেটা লিভ-ইন নয়।

উল্টে ওই যুগলকে এমন মামলা করার জন্য ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। তাঁরা আদালতে জানিয়েছিলেন কিছুদিন আগে থেকে লিভ-ইন সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু এই সম্পর্ককে লিভ-ইনের মর্যাদা দিতে নারাজ উচ্চ আদালত।