Home First Lead দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সিটি প্রশাসকের

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সিটি প্রশাসকের

সিটি প্রশাসকের দায়িত্ব নিয়েছেন খোরশদ আলম সুজন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসকের দায়িত্ব নিয়েই কঠোর হুঁশিয়ারি দিলেন খোরশেদ আলম সুজন। বললেন,যারা দুর্নীতি করছে তারা তওবা করে ফেলুন ।  দায়িত্বের সাথে যারা বেঈমানি করবেন তাদের ছাড় দেবো না, ক্ষমা করবো না।

আরও বলেন, ‘না পারলে দায়িত্ব ছেড়ে দেবো, তবুও অন্যায়ের সাথে আপোষ করবো না।’

প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।

টাইগারপাসে কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটি হল চসিক আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়াসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সুজন বলেন, যিনি এ শহরের দায়িত্ব নিয়েছেন তিনিই আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই উন্নয়ন নিয়ে চিন্তার কোন কারণ নেই।‘আমাকে পুকুরে নামতে দেন, নামার পরে দেখবেন কিভাবে সাঁতার কাটবো  সেটা।’ প্রশাসক বা মেয়র হচ্ছে শীর্ষ পদ। প্রধানমন্ত্রী নিযুক্ত প্রশাসক হিসাবে সবার কাছে আন্তরিক সহযোগিতা চাই। কর্পোরেশনকে দলীয় কার্যালয় বানাবো না, রাজনীতি পার্টি অফিসে।  নগরবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করবো এখানে।