Home Second Lead দুর্বৃত্তের গুলিতে মতিঝিল আ’লীগ সম্পাদকসহ দু’জন নিহত

দুর্বৃত্তের গুলিতে মতিঝিল আ’লীগ সম্পাদকসহ দু’জন নিহত

জাহিদুল ইসলাম টিপু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)সহ দু’জন নিহত হয়েছেন। নিহত অপরজন সামিয়া আফরিন প্রীতি (২৪)। তিনি রিকশাযাত্রী এবং সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী।

পুলিশি সূত্রে জানা যায়,  ঘটনার সময় টিপু তার মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে তার গাড়িচালক আহত হয়েছেন। ঘটনার পর গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালক মুন্না হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপর পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গুলিতে আহত গাড়ি চালক মুন্না বলেন, রাত সোয়া ১০ টার দিকে মাইক্রোবাসে করে খিলগাঁও রেলগেটের দিকে যাচ্ছিলাম। মাইক্রোবাসের সামনের বাম পাশের সিটে বসে ছিলেন টিপু। পিছনের সিটে টিপু ভাইয়ের একজন আত্মীয় বসেছিলেন। মাইক্রোবাসে আমরা শাজাহানপুর বাগিচা মসজিদের দিকে যাচ্ছিলাম। খিলগাঁও রেলগেটের কাছে আসলে ট্রেন ক্রসিংয়ের সিগন্যালে রেলগেটে অপেক্ষা করতে থাকি। এসময় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের বাম পাশে একটি মোটরসাইকেল থামে। মোটরসাইকেলের চালকের মাথায় কালো রঙের হেলমেট ও মুখে মাস্ক। ওই মোটরসাইকেল চালক আগ্নেয়াস্ত্র বের করে মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। ৫/৬ বার গুলির শব্দ আসে। এরপর গাড়ির সীটেই টিপু ভাই লুটিয়ে পড়েন। আমার শরীরেও গুলিবিদ্ধ হয়।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার এম এ আহাদ বলেন, সাদা রঙের মাইক্রোবাসটি রেলগেট ট্রেনের সিগন্যালে থেমে যায়। এসময় একজন মোটরসাইকেল আরোহী মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। পাশে দাঁড়িয়ে থাকা রিকশাযাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। নিহত প্রীতি সরকারী বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন আলামত সংগ্রহ করেছে।

 নিহতের খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান টিপুর পরিবারের সদস্যরা। টিপুর স্ত্রী ফারহানা ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শাজাহানপুর এলাকার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর। তার আহাজারিতে হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, জরুরী বিভাগে তিনজনকে আনার পর চিকিৎসকরা টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি লাশ ঘরে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য ঢাকা মডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এদিকে ঢামেক সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশান-১ নম্বরেসপার্স ওয়ার্ল্ডের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিলকী (৪৩) কে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে হত্যা করে। ওই ঘটনায় মিলকীর ছোট ভাই মেজর রাশেদুল হক খান মিলকীর বাদী হয়ে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম টিপু আসামি ছিলেন। পরবর্তীতে সিআইডির দেওয়া চার্জশিটে টিপুর নাম বাদ দেওয়া হয়।

নিহত জাহিদুল শাহজাহানপুর ঝিলপাড় মসজিদের পাশে একটি বাসায় দ্বিতীয় স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। আর প্রথম স্ত্রী দুই মেয়ে নিয়ে থাকেন অন্য বাসায়। নিহতের খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান টিপুর পরিবারের সদস্যরা। টিপুর স্ত্রী ফারহানা ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শাজাহানপুর এলাকার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর।