Home আকাশপথ দুশ্চিন্তার কিছু নেই, অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

দুশ্চিন্তার কিছু নেই, অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: নতুন প্রজাতির করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ্যে সৌদি আরব সব ধরণের বিমান চলাচল বন্ধ করেছে। এ অবস্থায় সেদেশে গমনেচ্ছু বাংলাদেশিদের কি হবে, এমন প্রশ্নের জবাবে বিমান সচিব বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। পুণরায় বিমান চলাচল শুরু হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন।এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।’