বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা যাবে না। বাংলাদেশে ৩৮ টি খাত থেকে ২০২১ সালের মধ্যে শিশু শ্রম সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত রয়েছে। ইউনরক ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) দুই দিনের কর্মশালার প্রথম দিনে এ কথা ওঠে আসে।
সোমবার (২৫ জানুয়ারী) সকালে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে এই কর্মশালা শুরু হয়।
বিসিসিপির সহকারি পরিচালক (প্রোগ্রাম) আবু হাসিব মোস্তফা জামালের সঞ্চালনায় শিশু শ্রম নিরসন ও শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে দুই দিনের কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের ক্লাইম্ব প্রকল্পের এনগেজমেন্ট এন্ড কেপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. তানভীর শরীফ।
এতে আরও বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক এএইচ এম জামাল খান ও বিসিসিপির সহকারি পরিচালক (প্রশিক্ষণ) বাদল হালদার।
উল্লেখ্য, ক্লাইম্ব প্রকল্পের উদ্যোগে উইনরক ইন্টারন্যাশনাল সংবাদকর্মীদের জন্য ক্যাপাসিটি বিল্ডিংয়ের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালা।