ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান (৫০ লাখ ডোজ) দেশে পৌঁছেছে।
সোমবার (২৫জানুয়ারি) সকাল ১১ টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনের প্রথম চালানটি পৌঁছেছে।
ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে সরাসরি টঙ্গীস্থ বেক্সিমকোর কোল্ডস্টোরেজ ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান এটি। চুক্তি অনুযায়ী প্রতিবারে ৫০ লাখ করে ৬ দফায় ঢাকায় আসবে এ ভ্যাকসিন।
করোনার ভ্যাকসিনগুলি সারাদেশে বিতরণের আগে সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।