Home দিল্লি নৃশংস যৌন নির্যাতন, গোপনাঙ্গে ২৮টি সেলাই

নৃশংস যৌন নির্যাতন, গোপনাঙ্গে ২৮টি সেলাই

বিজনেসটুডে২৪ ডেস্ক: ভয়াবহ এক যৌন নির্যাতনের খবর ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর থেকে। নৃশংস যৌন নির্যাতনের পর মৃত্যুর সঙ্গে লড়াই করছে এক পাঁচ বছরের শিশু। গোয়ালিয়রের ‘কমলা রাজা হাসপাতাল’-এ তার চিকিৎসা চলছে।

অভিযুক্ত এক ১৭ বছর বয়সী কিশোর। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে আপাতত তাকে ‘নাবালক’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

‘কমলা রাজা হাসপাতাল’-এর চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির গোপনাঙ্গে ২৮টি সেলাই করতে হয়েছে। সেই সঙ্গে করা হয়েছে কোলোস্টোমির অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারে পেটে একটি ফুটো করে কোলন থেকে মল বের হওয়ার বিকল্প রাস্তা তৈরি করা হয়। দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর শিশুটি কিছুটা সুস্থ হয়ে উঠলেও, তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আরও জানিয়েছেন, তার জ্ঞান থাকলেও, গত পাঁচ দিন ধরে তার মুখ থেকে একটিও কথা বের হয়নি।

শিশুটি গোয়ালিয়রের শিবপুরী এলাকার বাসিন্দা। গত ২৩ ফেব্রুয়ারি বেশ খানিকক্ষণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় ঘণ্টা দুই পর, তাকে পাড়ার অন্য এক বাড়ির বারান্দায় সংজ্ঞাহীন এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, এই বীভৎস ঘটনার সময় ১৭ বছরের অভিযুক্ত মাতাল অবস্থায় ছিল। শিশুটির মাথা সে বেশ কয়েকবার দেওয়ালে ঠুকে দিয়েছিল। তারপর তার উপর নির্মম নির্যাতন চালায়। শিশুটির মাথার আঘাত ছাড়াও, তার গোটা শরীরে এবং গোপনাঙ্গে একাধিক গভীর ক্ষত, আঁচড় এবং কামড়ের চিহ্ন রয়েছে।

শিশুটির পরিবার অভিযুক্ত কিশোরের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। তার মা বলেছেন, ‘ওকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা উচিত।’ একই রকম ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যেও। ইতিমধ্যেই স্থানীয় স্তরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সাধারণত এই ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলিকে একে অপরের দিকে আঙুল তুলতে দেখা যায়। কিন্তু এই অভূতপূর্ব বর্বরতা রাজনৈতিক দলগুলিকেও এক ছাতার তলায় এনে দিয়েছে। কংগ্রেস এবং বিজেপির নেতারা এক যোগে ফাস্ট ট্র্যাক কোর্টে এই ঘটনার বিচার এবং অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। এই বিষয়ে দুই দলের নেতারাই জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।