বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি: ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
কুড়িগ্রাম সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল খালেক ফারুক, সুব্রতা রায়, কমরেড নুর মোহাম্মদ আনছার, কমরেড দেলোয়ার হোসেন, আক্তারুজ্জমান রাজু, ফাল্গুনি তরফদার, কলি আক্তার প্রমুখ।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে পৌর শহরের গবা মোড়ে ‘নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষন-নির্যাতন’ এই স্লোগানকে ধারন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব উলিপুর (পুসাউ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোশারফ মিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জুয়েল রানা, সাধারন সম্পাদক লিমন ইসলাম মাসুদ, সদস্য লোকমান হাবীব, রেজওয়ান ফেরদৌস, আকাশ, অনিক সাহা, মেসবায়ুল করিম ও নাহিদ হাসান প্রমুখ। বক্তারা মানববন্ধনে দেশব্যাপী নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।