হাইলাইটস
- দীর্ঘ দিন ধরে বাকি থেকে যাচ্ছে টাকা। আর এই কারণেই সরকারি সংস্থাগুলিকে এবার ধারে টিকিট বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।
- সংস্থার পাবলিক কেরিয়ার দফতরের মুখপাত্র এদিন বলেছেন, ‘যতদিন পর্যন্ত সরকারি সংস্থাগুলি বকেয়া টাকা না মেটাচ্ছে, ততদিন অবধি ধারে আর কোনও সংস্থাকে টিকিট নয়।’
দীর্ঘ দিন ধরে বাকি থেকে যাচ্ছে টাকা। আর এই কারণেই সরকারি সংস্থাগুলিকে এবার ধারে টিকিট বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। সংস্থার পাবলিক কেরিয়ার দফতরের মুখপাত্র এদিন বলেছেন, ‘যতদিন পর্যন্ত সরকারি সংস্থাগুলি বকেয়া টাকা না মেটাচ্ছে, ততদিন অবধি ধারে আর কোনও সংস্থাকে টিকিট নয়।’
পরিসংখ্যান অনুযায়ী, যে সমস্ত সরকারি সংস্থাগুলির টিকিট মূল্য প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি বাকি রয়েছে, তাদের কোনও ভাবেই আর ধারে টিকিট বিক্রি করা হবে না। এয়ার ইন্ডিয়ার তরফে সংবাদসংস্থা এএনআই কে বলা হয়েছে যে, দেশের নানান সরকারি সংস্থার এয়ার ইন্ডিয়ার কাছে ধার মোট ২৬৮ কোটি টাকা।
সূত্রের দাবি, লোকসভা সেক্রেটারিয়েট, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI), মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন (MoCA) এবং লেবর কমিশনকেই মূলত ক্রেডিটে প্লেনের টিকিট দেওয়া হয়েছিল। সংস্থার তরফে আরও বলা হয়েছে যে, সরকারি এই দফতরগুলোকে আর ক্রেডিটে টিকিট দেওয়া হবে না।
সূত্রের তরফে আরও বলা হয়েছে যে, ‘বিগত তিন মাস ধরে এয়ার ইন্ডিয়া কাজ শুরু করে দিয়েছে এই ২৬৮ কোটি টাকা তোলার জন্য।’