Home আইন-আদালত চালের গুদামে অভিযান

চালের গুদামে অভিযান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর:অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে চালের বিভিন্ন গুদামে বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। যথাযথ কাগজপত্রের নবায়ন না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে মধুমতি রাইচকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইদুল ইসলাম, অভয়নগর থানার এসআই মনিরুজ্জামান মনির।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে