- প্রথম জানাজা জমিয়তুল ফালাহ মসজিদে ও দ্বিতীয় জানাজা ফটিকছড়িতে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নদী ও খাল রক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন । ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদার বড় ছেলে।
ইঞ্জিনিয়ার আলী আশরাফের নামাজে জানাজা রবিবার বাদ জোহর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হবে।
ইঞ্জিনিয়ার আলী আশরাফ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির কার্যনিবাহী সদস্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান, সিডিএ’র বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ছিলেন।