Home Second Lead সিএসই’র নতুন এমডি মামুন-উর-রশিদ

সিএসই’র নতুন এমডি মামুন-উর-রশিদ

মামুন-উর-রশিদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই )’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মামুন-উর-রশিদকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন তিনি। এরপর বিভিন্ন ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের দায়িত্ব পালন করেন।

মামুন‐উর‐রশিদ ২০১৩ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে এমডি হন। এর আগে ইউসিবিএল ও প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, আরব আমিরাত, সৌদি আরব, মিসর, কাতার, মরিশাসসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।