বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনা ত্রাসে মানুষ যখন ঘরবন্দী তখন আর এক নতুন ফাঁড়া ঘূর্ণিঝড় উম্পুন। ধেয়ে আসছে মওসুমের প্রথম ঘূর্ণিঝড়্
প্রাক বর্ষা মরশুম শুরু হতে না হতেই সাগরে ফুঁসতে শুরু করে এই ঘূর্ণিঝড় । বঙ্গোপসাগরের ওপর এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী ভাবে বিরাজ করছে । এর জেরে সোমবার ২৭ এপ্রিল আন্দামান সাগরের উপর এক ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার ২৮ এপ্রিল একই অঞ্চলে থেকে তা শক্তি সঞ্চয় করবে। ২৯ এপ্রিল ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে সমুদ্রের উপর দিয়ে বইতে শুরু করবে।
তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে তা এখনো স্পষ্ট নয় । সাগরে থিতু হলে তবে স্পষ্ট হবে ঘূর্ণিঝড়ের অভিমুখ জানা যাবে কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়।
ভারতীয় আবহাওয়াবিদদে মত, এপ্রিলে সৃষ্ট ঘূর্ণিঝড় ভারতীয় মূল ভখণ্ডের দিকে যায় না। ১৮৯১ সাল থেকে এখনও পর্যন্ত এপ্রিলের কোনও ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আঘাত হানেনি। ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে মাত্র চারটি ঘূর্ণিঝড়। বাকি ২৪টি বাংলাদেশ বা মিয়ানমারের ক্ষতি করেছে।
উম্পুন নামটি দিয়েছে থাইল্যান্ড। ২০১৯-এর ঘূর্ণিঝড় তালিকার শেষ নাম উম্পুন। ‘নর্দান ইন্ডিয়ান ওশেন সাইক্লোন’-এর নামগুলো আটটি দেশ পর্যায়ক্র’মে রাখে। এই পর্যায়ক্রমগুলো হল-বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেই পর্যায়ক্রমে আট নম্বর তালিকায় শেষ নামটি হল উম্পুন।