নবাবগঞ্জ ( দিনাজপুর ) থেকে সোবহান আলম: নবাবগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ ১৩ নেতার দলের প্রাথমিক পদসহ সব ধরনের পদ স্থগিত করা হয়েছে।
১৩ এপ্রিল বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব মোঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নেতাকর্মীরা হলেন যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এ জে এম সাহাবুদ্দিন সুজন, সহ সভাপতি যথাক্রমে মোঃ ইউনুস আলী, মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ এনামুল হক,মোঃ তফিজুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মোঃ মমিরুল ইসলাম মনির, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাহাজুল হক সাজু, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তনু,কোষাধ্যক্ষ মোঃ মহররম আলী ও নির্বাহী সদস্য মোঃ রাজেনুর রহমান রাজু।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে ১২ মার্চ ও ২৮ মার্চ দু দফা উক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। উপরোক্ত নাম ও পদবিধারী নেতারা নোটিশের জবাবও দেন। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় উক্ত তের নেতার সব ধরনের পদ পদবি স্থগিত করা হয়েছে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।