Home Third Lead নবাবগঞ্জে সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহারে  উদাসীনতা

নবাবগঞ্জে সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহারে  উদাসীনতা

সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে: বুধবার (২৬ জানুয়ারি) সরজমিনে ঘুরে দিনাজপুরের নবাবগঞ্জের বিভিন্ন মার্কেট, হোটেল , কাঁচা বাজার ও দুরপাল্লার বাসগুলোতে  দেখা গেছে, অনেকের মুখে মাস্ক নেই। অনেকের মাস্ক থুতনিতে ঝুলানো। সামাজিক দূরত্ব বজায় রাখার তো দূরের কথা ,গাদাগাদি করে কেনা-কাটা, চলা-ফেরা করছে মানুষ। মহামারি করোনা ভাইরাসের নিয়ে মনে হয় কারো কোন মাথা ব্যাথা নেই।
জেলায় নতুন করে ৩ জনের মৃত্যু ও ১৬ হাজার  করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের ৮০ ভাগই টিকা নেন নি।
মুখে মাস্ক না নেই কেন জিজ্ঞেস করতেই এক পথচারী বলেন, তাড়াহুড়া করে বাড়িত তে বার হয়া আছো। তাই মাস্ক আনবা মনে নাই। তবে ফের করোনা বাড়ছে শুনচো।
করোনায় সংক্রমিত হওয়ার ভয় আছে কি না জানতে চাইলে শবিজুল বলেন, গত বছর করোনায় অনেক মানুষ মারা গেছে, ভয় তো আছেই।  আমরা দিন খেটে খাওয়া মানুষ। কাজ না করলে সংসার চলে না। মাস্ক বাড়ীতে আছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা চলমান। জনগণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম প্রয়োজনে আরও কঠোর হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহাজাহান আলী জানান আমরা দ্রুত সকলকে টিকার আওতায় আনার জন্য নিরলস পরিশ্রম যাচ্ছি। তবে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
চিকিৎসা বিজ্ঞানীরা মনে করছেন মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব , হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। সবাইকে যেহেতু একসঙ্গে ভ্যাকসিন দেয়া যাচ্ছে না তাই স্বাস্থ্যবিধি মানা জরুরি। তারপরও জনগণের মাস্ক নিয়ে উদাসীনতা বেড়েই চলেছে।
আইইডিসিআর তথ্য মতে  বিশ্বের ৮০ শতাংশ মানুষ যতক্ষণ  ভ্যাকসিনেটেড না হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যবিধি মানতে হবে। যদি মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার প্রতি উদাসীন হই তাহলে ভাইরাস নতুন করে বিস্তার ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা আত্মঘাতী ।